উজ্জ্বল ক্যারিয়ার গড়তে পড়তে পারেন চারুকলায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ © সংগৃহীত

চারুকলায় পড়ে শুধু শিল্পী হওয়া যায়, এমন ধারণা অনেকের। এর বাইরে ক্যারিয়ার গড়া সম্ভব না বলে মনে করেন তারা। কিন্ত চারুকলায় পড়েও সৃজনশীল ও পেশাগত ক্ষেত্রে নিজের ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। সরকারি বা বেসরকারি উভয় খাতেই রয়েছে কাজ করার অসংখ্য সুযোগ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই চারুকলা অনুষদে রয়েছে আটটি বিভাগ। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একাধিক বিভাগে পাঠদান করা হয়।

শিল্পী
চারুকলা থেকে পড়ে একজন নিজেকে শিল্পী হিসেবে গড়ে তুলতে পারেন। পেইন্টিং, ভাস্কার্য, প্রিন্টমেকিং, ড্রয়িং  ইত্যাদি মাধ্যমে কাজ করা যায়। একজন শিল্পী তার নিজের কাজগুলো বিভিন্ন আর্ট গ্যালারিতে প্রদর্শনী করাতে পারে বা তার কাজগুলো অনলাইন আর্ট মার্কেটপ্লেসে বিক্রি করতে পারে কিংবা কমিশনড কাজ করতে পারে। ফ্রিল্যান্স আর্টিস্ট ও হতে পারে একটি ক্যারিয়ার অপশন।

শিক্ষকতা
চারুকলা থেকে পাশ করে বের হওয়ার পর শিক্ষকতা পেশাতেও যোগদান করা সম্ভব। বিভিন্ন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক কিংবা স্কুল, কলেজের শিক্ষক হিসেবেও একজন নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। কেউ আবার নিজেই ছবি আঁকার প্রশিক্ষণকেন্দ্র খুলে ফেলে।

গ্রাফিক বা ওয়েব ডিজাইনার
কেউ কেউ গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইনিং এও নিজের ক্যারিয়ার গরে তুলতে পারে। সে ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা, কর্পোরেট, মিডিয়া হাউস, ডিজিটাল এজেন্সিতে কাজ করার সুযোগ থাকে। ডিজিটাল মাধ্যমে ছবি, ডিজাইন, ও ওয়েবসাইটের কাজও করার সুযোগ থাকে। ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হিসেবেও কাজ করার বিশাল সুযোগ রয়েছে 

ফ্যাশান বা টেক্সটাইল ডিজাইনার
পোশাক শিল্প বা ডিজাইন হাউজেও চারুকলার শিক্ষার্থীদের রয়েছে বিশাল চাহিদা। তারা পোশাক, গহনা, বা অন্যান্য ফ্যাশন পণ্যের ডিজাইন করতে পারেন। কেউ কেউ উদ্যক্তা হিসেবে নিজের ফ্যাশান হাউজ ও খুলে সেটিকে ক্যারিয়ার হিসেবে নিয়ে থাকেন। এই খাতে তারা তাদের শৈল্পিক চিন্তা ধারা তাদের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলে যা আমাদের পোশাক শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যায়। কিংবা থিয়েটার, সিনেমা, সিরিজের সেট বা কস্টিউম ডিজাইনার ও হতে পারে ভালো একটি ক্যারিয়ার অপশন। ক্ষুদ্র কুটির শিল্পেও সরকারিভাবে চারুকলার শিক্ষার্থীদের ডিজাইনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন: অনলাইন থেকে নিজের পছন্দমতো সিম নম্বর বানাবেন যেভাবে

অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া ডিজাইনার
বর্তমানে দেশ বা বিদেশে অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া ডিজাইনারদের চাহিদা অনন্য। অ্যানিমেশন স্টুডিও, টিভি চ্যানেল, সিনেমা বা ওয়েব সিরিজ প্রোডাকশন, গেমিং কোম্পানিগুলোতে কাজ করার বেশ সুযোগ রয়েছে। এ খাতে দেশের বাইরেও কাজ করার বেশ সুযোগ রয়েছে। আবার নানা পত্রিকাওফিস, ডিজাইন ও ক্রিয়েটিভ এজেন্সি, শিক্ষামূলক সফটওয়্যার বা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, গেমিং ও অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ ও ফ্রিল্যান্সিং এরও সুযোগ রয়েছে।

আর্ট কিউরেটর
দেশ বিদেশের নানা জাদুঘর গুলোতে আর্ট কিউরেটর কিংবা আর্ট গ্যালারীর ডীরেক্টর হিসেবে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। আর্ট রিসার্চের নানা কাজেও যুক্ত থাকা যায়।

এছাড়াও, সরকারি-বেসরকারি নানা ব্যাংক ,বিসিএস, ডিফেন্স সেক্টর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, শিল্পকলা একাডেমি, বিভিন্ন সরকারি প্রকল্প এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,  কিংবা এজেন্সিগুলোতে কাজ করেও নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। আবার উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারে।