আ’লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার দাবি নাহিদের

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি মনে করেন, এ দল ও তাদের সহযোগীরা রাষ্ট্রে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, যার রাজনৈতিক ও আইনি সমাধান প্রয়োজন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে ট্রাইব্যুনালে ৪৭ নম্বর সাক্ষী হিসেবে তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

নাহিদ বলেন, ‘নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা স্থায়ী সমাধান নয়। তাদের বিচারই একমাত্র রাজনৈতিক ও আইনি সমাধান। কারণ এসব অপরাধ ব্যক্তিগত নয়, বরং দলীয়ভাবে সংগঠিত। শেখ হাসিনা জনগণকে দমন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, কিন্তু জনগণ প্রতিরোধ গড়ে তুলে তাকে ক্ষমতা থেকে সরিয়েছে।’

তিনি আরও দাবি করেন, গত বছরের জুলাই-আগস্টে যেসব মানবতাবিরোধী ঘটনা ঘটেছে, তা আন্তর্জাতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

জেরার সময় আইনজীবী আমির হোসেন নাহিদকে প্রশ্ন করেন, ২০২৪ সালের ৫ আগস্ট তার ওপর নির্যাতনের ঘটনায় তিনি মামলা করেছেন কি না। জবাবে নাহিদ বলেন, "এই অন্যায় শুধু আমার নয়, বরং পুরো জনগণের বিরুদ্ধে সংঘটিত হয়েছে। তাই ব্যক্তিগত মামলা করিনি, তবে গুম সংক্রান্ত ঘটনায় গুম কমিশনে অভিযোগ করেছি।"

এর আগে ১৮ সেপ্টেম্বরও তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। আজ দ্বিতীয় দিনের মতো সকাল ১১টার পর তার জেরা শুরু হয় এবং দুপুর সাড়ে ১২টায় তা শেষ হয়। জেরা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।