সাকিবের রেকর্ড ছুঁলেন মোস্তাফিজ, বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে নজির
- ২০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৪
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে সাকিব আল হাসানের পাশে এসে দাঁড়ালেন মোস্তাফিজুর রহমান। শনিবার (২০ সেপ্টেম্বর) এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেটটি নিয়েই মোস্তাফিজের উইকেট সংখ্যা ১৪৯–এ পৌঁছেছে, যা সাকিবের সঙ্গে সমান।
মজার বিষয় হলো, ১২ ম্যাচ ও ১০ ইনিংস কম খেলে এই রেকর্ড ছুঁয়েছেন বাঁহাতি পেসার। সাকিবের ১৪৯ উইকেট এসেছে ১২৯ ম্যাচে, যেখানে ১২৬ ইনিংসে তিনি বোলিং করেছেন। মোস্তাফিজের এই ১৪৯ উইকেট এসেছে মাত্র ১১৭ ম্যাচে, ১১৬ ইনিংসে বোলিং করার পর। অর্থাৎ তুলনামূলকভাবে কম ম্যাচ ও ইনিংসে তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
মোস্তাফিজের এই কৃতিত্ব বাংলাদেশের জন্য একটি বড় উজ্জ্বল মুহূর্ত। তার ধারাবাহিক পারফরম্যান্স শুধু রেকর্ডের দিক দিয়ে নয়, দলের জয়ে অবদান রাখার দিক থেকেও নজরকাড়া। এছাড়া, তিনি বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফাস্ট বোলার হিসেবে ধ্রুপদী জায়গা করে নিয়েছেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, মোস্তাফিজের বোলিং কৌশল স্লোয়ার, ইয়র্কার, সুইং—সব মিলিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য দারুণ চ্যালেঞ্জ। এই রেকর্ড সাকিবের ধারাবাহিকতা ও অভিজ্ঞতার সঙ্গে তার নতুন প্রজন্মের প্রতিভার মিশ্রণকেই তুলে ধরে।