মেন্ডিসের পর মিশারাকেও ফেরালেন মেহেদী
- ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৫
আগের ওভারেই শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো কুশল মেন্ডিসকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন। এবার গ্রুপ পর্বে বাংলাদেশকে ভুগানো কামিল মিশারাকেও ফেরালেন শেখ মেহেদী। এই স্পিনারের জোড়া উইকেট শিকারে টাইগার শিবিরে খানিকটা স্বস্তি ফিরল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৭২ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। তবে তাসকিনের কল্যাণে ভাঙে ওপেনিং জুটি।
পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ছক্কা হজম করেন তাসকিন আহমেদ। ফ্লিক করে দারুণ সেই শট খেলেন নিসাঙ্কা। তবে ছক্কা খাওয়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান অভিজ্ঞ এই পেসার।
ওভারের পরের ৪ বলে মাত্র ২ রান খরচা করেন। আর ওভারের শেষ বলে থামিয়ে দেন নিসাঙ্কা ঝড়। ডিপ স্কয়ার লেগে দারুণ এক ক্যাচ নেন সাইফ হাসান। এতে ১৫ বলে ২২ রানে ফেরেন লঙ্কান এই ওপেনার।
নিসাঙ্কা থাকলেও কুশল মেন্ডিস ঝড় চলছিল। তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী। পরের ওভারেই এই লঙ্কান ব্যাটারকে প্যাভিলিয়নের পথে হাঁটান।
ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন মেন্ডিস। নিখুঁতভাবে সেই ক্যাচ লুফে নেন সাইফ। ২৫ বল খেলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।
পরের ওভারের প্রথম বলেই আরেকবার উল্লাসে মাতার উপলক্ষ এনে দেন মেহেদী। ধুঁকতে থাকা কামিল মিশারাকে বোল্ড করেন তিনি। ১১ বলে ৫ রান করেন মিশারা।