সুন্দরবন ভ্রমণে এসে আইরিশ নারী পর্যটকের মৃত্যু
- ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৩
সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যান আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নইলিন (৫৭)।
বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে করে সুন্দরবনে প্রবেশ করেন ওই নারী পর্যটকসহ আরও কয়েকজন বিদেশি ভ্রমণকারী। প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ঘুরে দেখেন। পরে রাতে জাহাজটি কচিখালী এলাকায় নোঙর করে। শনিবার সকালে জাহাজেই তিনি মারা যান।
সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম বলেন, নিহত কারমেল নইলিন তার স্বামীসহ ভ্রমণে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের সঙ্গেই একজন চিকিৎসক ছিলেন।
খবর পেয়ে বনবিভাগ, কোস্টগার্ড ও শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে লোকালয়ে আনা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর একই এলাকায় কচিখালী ডিমের চরে সমুদ্রে গোসলে নেমে ডুবে মারা যায় মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর পর্যটক।