খেতে যাওয়ায় নয়, ডিউটিতে না গিয়ে থানায় অবস্থান করায় পুলিশের ৩ সদস্য প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুর থানা
রাজধানীর মোহাম্মদপুর থানা © ফাইল ফটো

দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি), মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর অপারেশন ও থানার কর্মরত ডিউটি অফিসারকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এমনটি একাধিক গণমাধ্যমে খবর এসেছে, ডিউটি ফেলে খেতে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আলোচনা-সমালোচনা। 

তবে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর ও ডিএমপি। পুলিশ সদর দপ্তর বলছে, ডিএমপির মোহাম্মদপুর জোনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা দেয়া হচ্ছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক স্পর্শকাতর সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের দায়িত্ব, কর্ম বণ্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট এসওপি (SOP) দ্বারা নির্ধারিত হয়।

পুলিশ সদর দপ্তর আরও বলছে, পুলিশের সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ‍্যই দেওয়া হয়, তবে কর্তব্যরত সকলে একইসাথে তা পায় না। এ সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালন নিরবচ্ছিন্ন থাকে। বর্ণিত কর্মকর্তাগণ এসওপি অনুসরণ করেননি। সেজন‍্য প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে ডিএমপি জানায়, কার্যক্রম স্থগিত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ঝটিকা মিছিল করতে না পারে সেজন্য পুলিশের বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে এই তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একসঙ্গে খেতে যাওয়ার অভিযোগে নয়, দায়িত্ব অবহেলা করার কারণেই প্রত্যাহার করা হয়েছে তাদের। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোহাম্মদপুর এলাকায় স্পেশাল ড্রাইভে থাকার কথা ছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিএমপির একটি ঊর্ধ্বতন তদারকি টিম গিয়ে দেখে, মোহাম্মদপুর থানার সামনে পাঁচটি গাড়ি। এসি (সহকারী কমিশনার, মোহাম্মদপুর) ও পরিদর্শক (অপারেশনস) অন্য কাজে ব্যস্ত। অথচ তাদের মাঠে থাকার কথা ছিল। ডিউটি অফিসারের কাজ ছিল স্পেশাল টিমগুলোর তদারকি করার। তিনি সেটা করেননি। এ বিষয়টি কমিশনারকে জানানোর পর তাদেরকে ক্লোজ করা হয়েছে।

তিনি আরও বলেন, সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয়। তবে ডিউটিতে থাকা অবস্থায় সকলে একইসঙ্গে সেই সুযোগ পাওয়া যায় না। এ সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালন নিরবচ্ছিন্ন থাকে।

জানা গেছে প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন, মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদি হাসান, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুল আলিম ও ডিউটি অফিসার মাসুদুর রহমান।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসানকে ডিএমপি সদরদফতরে এবং পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুজ্জামানকে রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।