জমি নিয়ে বিরোধে দুই ভাইকে পিটিয়ে হত্যা

হাসপাতালে উৎসুক জনতা
হাসপাতালে উৎসুক জনতা © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)। তারা একই গ্রামের বড় মসজিদপাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে। ঘটনাটির পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সকালে উথলী গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষিকাজ করতে যান মিন্টা ও হামজা। এ সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায়। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে হামজা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে মিন্টারও মৃত্যু হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।