শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত

সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। দুবাইয়ের এই ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন দল কেমন একাদশ নিয়ে নামবে, তা নিয়ে রয়েছে কৌতূহল। ম্যাচ শুরুর আগেই সম্ভাব্য একাদশ ঘিরে আলোচনার শেষ নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান/তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

পেস আক্রমণে তাসকিন আহমেদ ফিরছেন একাদশে। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাঁকে বসিয়ে শরীফুল হোসেনকে খেলানোর সিদ্ধান্ত কার্যকর হয়নি। মোস্তাফিজুর রহমানও থাকছেন একাদশে।স্পিন আক্রমণে থাকবেন নাসুম আহমেদ এবং ফর্মে ফেরা রিশাদ হোসেন। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাঁরা।

তবে আজকের একাদশে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—মেহেদী হাসান না তানজিম হাসান? এদের একজনকে বেছে নিতে হলে জায়গা ছাড়তে হতে পারে জাকের আলী বা নুরুল হাসান—এর মধ্যে একজনকে। কারণ, আফগানিস্তান ম্যাচে অতিরিক্ত ব্যাটার খেলিয়ে ৪ বোলারে খেলা বাংলাদেশকে পঞ্চম বোলারের জায়গায় শামীম ও সাইফের বোলিং ভরসা নিতে হয়েছিল, যার খেসারত দিতে হয়েছে ৫৫ রান দিয়ে।

উইকেটকিপিং অপশনে আফগানিস্তান ম্যাচে জাকের আলী খেলেছিলেন ১৩ বলে ১২ রান করে। শেষ ওভারে খেলেছিলেন চারটি ডট বল। এ কারণে আজ তাঁকে বসিয়ে নুরুল হাসানকে অগ্রাধিকার দেওয়া হতে পারে, যিনি গত ম্যাচে ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।

মিডল অডারে আছেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। হৃদয় কিছুটা ছন্দে থাকলেও শামীমের ফর্ম নিয়ে রয়েছে প্রশ্ন। ওপেনিংয়ে আজও দেখা যেতে পারে তানজিদ হাসান ও সাইফ হাসানকে। আফগানিস্তানের বিপক্ষে এ জুটি গড়েছিল ৬৩ রানের পার্টনারশিপ। সামগ্রিকভাবে আফগানিস্তান ম্যাচে ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে গিয়ে বোলিংয়ে দুর্বলতা দেখা গেছে। আজ সেই ভুল করতে চাইবে না টিম টাইগাররা।