কোথায় দেখা মিলবে হানিয়া আমিরের?

 আহসান মঞ্জিলে রাফসানের সাথে হানিয়া আমির
আহসান মঞ্জিলে রাফসানের সাথে হানিয়া আমির © সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো পা রাখলেন বাংলাদেশের মাটিতে। সাম্প্রতিক বাংলাদেশের অন্যতম ফুড ব্লগার রাফসান দ্য ছোটভাইয়ের সাথে হানিয়া আমিরের বেশ কিছু ছবি ও ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি নিজেই তার ব্যক্তিগত ইন্সটাগ্রামে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে কাটানো বিশেষ কিছু মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেন। মূলত এরপরই স্যোশাল মিডিয়ায় প্রশ্ন- কোথায় দেখা পাওয়া যাবে হানিয়া আমিরের? 

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পা রাখেন হানিয়া আমির। পৌঁছেই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে নিজের একটি ছবি আপলোড করেন এবং ক্যাপশনে বাংলায় লেখেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো? সাথে পাকিস্তান ও বাংলাদেশের পতাকা দিয়ে ভালোবাসার লাভ ইমোজি জুড়ে দেন তিনি। তার আগে সানসিল্ক বাংলাদেশের পেজ থেকে হানিয়ার একটি ভিডিও শেয়ার করা হয়।

এরপর তার ব্যক্তিগত গণমাধ্যমে আহসান মঞ্জিলে ফুচকা ও ঝালমুড়ি খাওয়াসহ ঘোরাঘুরির বেশ কিছু ছবি তার ইন্সটাগ্রামে পোস্ট করেন এবং ক্যাপশন দেন 'ব্রেকআপ ঝালমুড়ি'। তার এই ঘোরাঘুরিতে তার সাথেই ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। ভিডিওতে দেখা যায়, রাফসানের সাথে তিনি ফুসকা উপভোগ করছেন। আরেকটি অংশে দেখা যায়, ঝাল খেয়ে তিনি হাঁপাচ্ছেন। মাটির কাপে দুধ চাও খান তারা।

এ সময় হানিয়া পরেছিলেন অ্যাশ রঙের সালোয়ার-কামিজ এবং রাফসান পরেছিলেন কালো রঙের পোশাক। ছবিগুলোতে বেশকিছু শুটিংয়ের দৃশ্য দেখা যায়। জানা যায় এ নিয়ে রাফসান ভ্লগ বানিয়েছেন। যদিও তিনি তার পেইজে এখনো কোনো ভিডিও আপলোড করেননি।

জানা গেছে, ২০ সেপ্টেম্বর ঢাকার একটি বিলাশবহুল হোটেল শেরাটনে অতিথি হিসেবে একটি বিশেষ অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে তার। এরপর রবিবার (২১ সেপ্টেম্বর) সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন তিনি। ঢাকায় অবস্থানকালে তিনি ভক্তদের সাথে দেখা করবেন এবং তাদের সাথে সুন্দর মুহূর্ত ভাগ করে নেবেন বলেও জানা যায়। তবে অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচী এখনো জানা যায়নি। সানসিল্কের পক্ষ থেকেও