সাইমন ওভারসিজের উদ্যোগে হজ ইভেন্ট
- ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:০১
হজ ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে সাইমন ওভারসিজ। আগামী ২৬ ও ২৭ অক্টোবর রাজধানীর গুলশান ১-এর সাইমন সেন্টারে এ বিশেষ হজ ইভেন্ট অনুষ্ঠিত হবে। দুদিনব্যাপী এ আয়োজনে ২০২৬ সালে হজ করতে ইচ্ছুক হাজীদের জন্য তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে।
এ ছাড়াও হজযাত্রীরা সায়মনের ভিআইপি, প্রিমিয়াম এবং ইকোনমিসহ বিভিন্ন ধরনের প্যাকেজ সম্পর্কে তথ্য জানতে পারবেন। ইভেন্টে অংশগ্রহণকারীরা সরাসরি হজ বিশেষজ্ঞদের কাছ থেকে তথ্য নিতে পারবেন এবং অগ্রীম বুকিং সুবিধাও পাবেন।
সাইমন ওভারসিজ দীর্ঘ ৪৪ বছর ধরে বাংলাদেশে নির্ভরযোগ্য ভ্রমণ সেবা দিয়ে আসছে।
সাইমন ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ বলেন, ‘২০২৬ সালের হজকে সামনে রেখে আমরা সম্মানিত হাজীদের জন্য প্রিরেজিষ্ট্রেশন, ভ্রমণ পরিকল্পনা ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে এ আয়োজন করছি। শুধু তাই নয়, সম্মানিত হাজীদের সাথে আমাদের সরাসরি তথ্য আদান প্রদানেরও এটি একটি সুন্দর সুযোগ বলে আমরা মনে করি।’