চাকসুতে শিবিরের প্যানেলে দৃষ্টিপ্রতিবন্ধী সনাতন ছাত্র আকাশ দাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ। দৃষ্টিপ্রতিবন্ধী এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন।

এর আগে ১৯৮১ সালে চাকসুর পঞ্চম কেবিনেটে পূর্ণ প্যানেলে জয় পেয়েছিল ছাত্রশিবির। ওই প্যানেলে সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করেছিলেন পূর্ণেন্দু কুমার রায় নামে এক সনাতন ধর্মাবলম্বী। জানা গেছে, তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন পূর্ণেন্দু। ওই সময়ে সাড়া ফেলে দেওয়া এই সাবেক শিক্ষার্থী ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে উপাধ্যক্ষ পদে অবসরে গিয়েছেন।

পূর্ণেন্দু কুমারের ধারাবাহিকতায় চাকসুতে এবারও আকাশ দাশ বিজয়ী হয়ে আসবে বলে আশার কথা বলছেন ছাত্রশিবিরের নেতারা। শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিবিরের প্যানেল চূড়ান্ত হয়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা দিব। পূর্ণেন্দু কুমার দাদার ঐতিহ্য অনুযায়ী আকাশ দাশও চাকসুতে বিজয়ী হয়ে আসবে।

এদিকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন আকাশ দাশ। ফরম সংগ্রহের পর আকাশ দাশ গণমাধ্যমকে বলেন, আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আমি এ জন্য নির্বাচন করছি। এখানে ধর্ম বলে কথা নাই। আমাকে দেখতে হচ্ছে, আদর্শের ভিত্তিতে কারা এগিয়ে আছে? ছাত্রশিবিরকে কখনোই আমি বিভাজনে দেখিনি। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। একাডেমিক সমস্যার সম্মুখীন হলেও ইসলামী ছাত্রশিরিবেই আগে পাশে পাই। এজন্য আমার কাছে শিবির সমর্থিত প্যানেলটিকে প্রয়োজন মনে হয়েছে।