বাংলায় ডাটা সায়েন্স ও এআই শিখতে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম খুঁজছেন?

বাংলায় ডাটা সায়েন্স ও এআই শেখার মাধ্যম
বাংলায় ডাটা সায়েন্স ও এআই শেখার মাধ্যম © টিডিসি সম্পাদিত

ডাটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শেখার জন্য নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম খুঁজছেন শিক্ষার্থী বা পেশাজীবী? এই খোঁজ মিটিয়ে দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র রাশেদুল আলম শাকিলের উদ্যোগে তৈরি ইউটিউব চ্যানেল Study Mart। মাত্র ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা এই চ্যানেল ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার পেয়েছে।

Study Mart-এ নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে বিভিন্ন AI প্রযুক্তি, ডাটা সায়েন্স এবং প্রোগ্রামিং ভাষা বিষয়ক টিউটোরিয়াল, যা দেশের শিক্ষার্থীদের কাছে অমূল্য জ্ঞানভাণ্ডার হিসেবে কাজ করছে। রাশেদুল আলম শাকিলের লক্ষ্য, ভাষার কোনো বাঁধা যেন শিক্ষার্থীদের স্বপ্নকে আটকাতে না পারে। তাই তিনি মাতৃভাষায় শিক্ষার সুযোগ করে দিচ্ছেন, এমনকি প্রবাস থেকে।

রাশেদুল আলম শাকিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাচেলর শেষ করে জার্মানিতে ডাটা সায়েন্সে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বর্তমানে জার্মানিতে বসেই দেশের তরুণদের AI প্রযুক্তি শিক্ষায় এগিয়ে নিতে তিনি নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। Study Mart-এর মাধ্যমে তিনি শুধু নিজের ক্যারিয়ার নয়, বরং মাতৃভূমির তরুণদের জন্য শিক্ষামূলক সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলেছেন।

Study Mart প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা পাবে একাধিক যুগোপযোগী প্রোগ্রামিং ও AI কোর্স। Python, Pandas, SQL, R Language-এর মতো প্রোগ্রামিং ভাষার উপর দক্ষতা অর্জনের পাশাপাশি Linear Algebra, Statistics for Data Scientists, Machine Learning, Deep Learning এবং Generative AI-র মতো আধুনিক কোর্স রয়েছে। ওয়েব ডেভেলপমেন্টের জন্য রয়েছে Flask, Django, RestAPI কোর্স। প্রতিটি কোর্স এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শিক্ষার্থী শুন্য থেকে শুরু করে মজবুত বেসিক গড়ে তুলতে পারে এবং AI ও আধুনিক প্রযুক্তির জগতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।

রাশেদুল আলম শাকিল মনে করেন, বর্তমান সময়ে ChatGPT ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব শিক্ষার ধরন পাল্টে দিচ্ছে। এই প্রেক্ষাপটে Study Mart-এর মতো উদ্যোগ বাংলাদেশের তরুণ সমাজকে AI ফিল্ডে এগিয়ে যেতে বাস্তব সহায়তা করবে। বিশ্ব দ্রুত AI নির্ভর হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মাতৃভাষায় শিক্ষামূলক প্ল্যাটফর্ম তরুণদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, Study Mart-এর মতো উদ্যোগ বাংলাদেশের তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লবের প্রতিযোগিতায় আরও এগিয়ে রাখবে এবং তাদেরকে দক্ষ, আত্মনির্ভর ও উদ্ভাবনী করে গড়ে তুলবে। এটি শুধু শিক্ষার নতুন মাধ্যম নয়, বরং দেশের শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য ভবিষ্যতের সম্ভাবনার এক শক্ত ভিত্তি।