বদলে যাচ্ছে বিপিএলের নাম

বিপিএলের লোগো
বিপিএলের লোগো © সংগৃহীত

বাংলাদেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’ পেতে যাচ্ছে নতুন পরিচয়। নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিগের নতুন নাম হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)’।

সম্প্রতি বাফুফের পেশাদার লিগ কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়। সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন লিগ কমিটির চেয়ারম্যান এবং বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। তিনি বলেন,'বিপিএলের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ফুটবল লিগ’ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।'

নাম পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে লিগের ব্র্যান্ডিং ও পরিচিতি নিয়ে নতুনভাবে ভাবনার বিষয়টি। ফেডারেশনের লক্ষ্য, নতুন নামের মাধ্যমে লিগকে আরও আধুনিক, পেশাদার এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা।

একইসঙ্গে, নতুন মৌসুমের সূচি, লিগের নতুন পৃষ্ঠপোষকসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বাফুফে।

উল্লেখ্য, বহুদিন ধরে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ নামে দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা পরিচালিত হয়ে আসছে। তবে ক্রিকেটের বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ – টি-টোয়েন্টি) এর সঙ্গে নামের মিল থাকায় মাঝেমধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। সেই বিভ্রান্তি দূর করতে ও ফুটবল লিগের জন্য একটি স্বতন্ত্র পরিচয় গড়তেই নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।