ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন
- ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২২
এশিয়া কাপে আজ বাঁচামরার ম্যাচ বাংলাদেশের। সুপার ফোরে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে জিততেই হবে টাইগারদের। আর হেরে গেলে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হবে।
‘ডু অর ডাই’ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
বাঁচামরার লড়াইয়ে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে খেলা পারভেজ ইমন, তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও মেহেদী হাসান বাদ পড়েছেন। তাদের জায়গায় সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ একাদশে ঢুকেছেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গজনফর।