বাউবিতে ৩ বছর মেয়াদি বিএ-বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
- ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৯
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ২০২৬ ব্যাচে ৩ বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তির সময়সীমা ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।
ভর্তির যোগ্যতা এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনলাইনে আবেদন করার পর ৭ কার্য দিবসের মধ্যে অনলাইন আবেদনের কপি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্য সনদের মূলকপি প্রদর্শনপূর্বক সত্যায়িত কপি সংশ্লিষ্ট আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি ফি: ৩,৮৯০/-। অনলাইনে ভর্তির জন্য osapsnew.bou.ac.bd এই লিঙ্কে প্রবেশ করতে হবে।