এশিয়া কাপের মাঝেই সুখবর পেল ভারত

ভারত দল
ভারত দল © সংগৃহীত

এতদিন ভারতের জার্সি স্পনসর হিসেবে ছিল ‘ড্রিম ১১’। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করার পর চুক্তি ভেঙে বেরিয়ে গিয়েছিল প্রতিষ্ঠানটি। এতে মহাদেশীয় শিরোপার লড়াইয়ে কিট স্পনসর ছাড়াই খেলছে ভারত। 

এবার আসর চলাকালীনই নতুন স্পনসর পেল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোয় গিল-সূর্যকুমারদের জার্সিতে কোন স্পন্সর থাকবে না। 

নতুন কিট স্পন্সরশিপ হিসেবে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিচ্ছে ‘অ্যাপোলো টায়ার্স’। বিসিসিআইয়ের সঙ্গে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানটির তিন বছরের চুক্তি হয়েছে। এজন্য ৫৭৯ কোটি রুপি (প্রায় ৮০০ কোটি টাকা) দেবে তারা। তবে কবে থেকে সেই চুক্তি শুরু হচ্ছে, তা অবশ্য এখনও জানা যায়নি।

‘ড্রিম ১১’ সরে যাওয়ায় নতুন দরপত্র দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। বেশ কিছু প্রতিষ্ঠানও আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে ‘অ্যাপোলো টায়ার্স’ বাজিমাত করেছে। অ্যাপোলো টায়ার্স নিলামে কানভা এবং জেকে সিমেন্টকে হারায় তারা। নিলামে কানভা ৫৪৪ কোটি রুপি এবং জেকে সিমেন্ট ৪৭৭ কোটি রুপি পর্যন্ত দর তুলেছিল। অর্থাৎ ‘সাহারা’, স্টার গোষ্ঠী’, ‘ওপো’, ‘বাইজুস’, ‘ড্রিম ১১’-এর পর এবার ভারতের স্পনসর হচ্ছে টায়ার প্রস্তুতকারক সংস্থাটি।

আগামী তিন বছরে দ্বিপাক্ষিক সিরিজে ১২১টি ম্যাচ খেলবে ম্যান ইন ব্লু’রা। এর মধ্যে আইসিসির ইভেন্টে অন্তত ২১টি ম্যাচ থাকবে তাদের। প্রতি ম্যাচের জন্য ৪ দশমিক ৭৭ কোটি রুপি পাবে বিসিসিআই।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ওই সিরিজ থেকে কিট স্পন্সর হিসেবে যাত্রা শুরু হতে পারে অ্যাপোলো টায়ার্সের। ছেলে ও মেয়েদের জাতীয় দল ছাড়াও ভারত ‘এ’ দলের জার্সিতেও নতুন প্রতিষ্ঠানের নাম থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়াকে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘অ্যাপোলো টায়ার্সের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। দ্রুতই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।’