বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ, কবে কখন ম্যাচ
- ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪২
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তবে কেবল বাংলাদেশ সফরই না, চলতি বছরের শেষটা জুড়েই ব্যস্ত সময় কাটাবে ক্যারিবিয়ানরা। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে তারা। এরই মধ্যে আসন্ন এসব সিরিজের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের বিপক্ষে ১৮, ২০ ও ২৩ অক্টোবর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো খেলবে ক্যারিবীয়রা। আর ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো গড়াবে। অবশ্য, এর আগে শারজাহতে নেপালের বিপক্ষে সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের ম্যাচগুলো ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর শারজাহতে হবে।
এদিকে এই সিরিজের ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, তিনটি ওয়ানডের মধ্যে দুটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর বাকি একটি ওয়ানডে চট্টগ্রামে আয়োজিত হবে। একই ভেন্যুতে একটি টি-টোয়েন্টি ম্যাচও গড়াবে। শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু হিসেবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নির্ধারিত হয়েছে।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই রকম অভিজ্ঞতা আছে বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তবে, ওয়ানডে সিরিজে উল্টো বাংলাদেশই হোয়াইটওয়াশ হয়। এছাড়া ১-১ সমতায় শেষ হয়েছিল টেস্ট সিরিজটি।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর
দ্বিতীয় ওয়ানডে: ২০ অক্টোবর
তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর
প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর
তৃতীয় টি-টোয়েন্টি: ১ নভেম্বর