‌‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলে নটর ডেম কলেজে স্লোগান, তদন্ত করে শাস্তি দেবে কর্তৃপক্ষ

ময়মনসিংহ নটর ডেম কলেজ ক্যাম্পাস
ময়মনসিংহ নটর ডেম কলেজ ক্যাম্পাস © সংগৃহীত

সম্প্রতি ময়মনসিংহ নটর ডেম কলেজের একদল শিক্ষার্থীর ‌‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করছে কলেজ কর্তৃপক্ষ এবং অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফা. থাদেউস হেম্ভ্রম, সিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলকে অবহিত করা হচ্ছে যে, গত কয়েকদিন যাবৎ ফেসবুকে আপলোডকৃত একটি ভিডিও ক্লিপসে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নটর ডেম কলেজ ময়মনসিংহ-এর শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে, ধারণা মতে কতিপয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ বিভ্রান্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে। 

যে সকল শিক্ষার্থী এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরকে তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে। সকল শিক্ষার্থীকে এ ধরনের ক্রিয়া কলাপ থেকে বিরত থেকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। 

নটর ডেম কলেজ ময়মনসিংহ সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান বলে বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।