আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও গুলি করে তাকে পলাশবাড়ি এলাকায় ফেলে রেখে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘পলাশবাড়ি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় ও হত্যার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আও পড়ুন: হলের সিট বণ্টন স্থগিত ঘোষণার পরও ‘পছন্দে’ ও তদবিরে বরাদ্দ

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে হঠাৎ করে একটি গুলির শব্দ শুনতে পান তারা। কিছুক্ষণ পর রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।