ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

রোহিঙ্গা যুবক আটক
রোহিঙ্গা যুবক আটক © টিডিসি ফটো

শেরপুরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসে আলম মিয়া নামে ভোটার হতে গেলে কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, আটক যুবক নিজেকে শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া ও শিবুত্তর এলাকার বাসিন্দা দাবি করে ভোটার আবেদন করেন। প্রথমে তিনি নিজের নাম আলম মিয়া এবং বাবার নাম আলী উল্লেখ করেন। তবে কথাবার্তা ও কাগজপত্র যাচাইয়ে অসামঞ্জস্য দেখা দিলে কর্মকর্তারা তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সে স্বীকার করে যে, তার প্রকৃত নাম মো. আমিন এবং তিনি কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক।

আরও পড়ুন: ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘তাঁর কাগজপত্র সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সে নিজেই রোহিঙ্গা পরিচয় স্বীকার করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান জানান, ‘রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। তার সঙ্গে কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’