মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

পরীক্ষার হলে ‘বোতল ছুঁড়ে’ মাথা ফাটল শিক্ষকের, অধ্যক্ষ বললেন শিক্ষার্থী ‘মানসিকভাবে অসুস্থ’

পরীক্ষার হলে ‘বোতল ছুঁড়ে’ মাথা ফাটল শিক্ষকের
পরীক্ষার হলে ‘বোতল ছুঁড়ে’ মাথা ফাটল শিক্ষকের © এআই সম্পাদিত ছবি

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার হলে এক শিক্ষার্থীর ছুঁড়ে মারা বোতলের আঘাতে দায়িত্বরত এক শিক্ষকের মাথা ফাটানোর ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে পরীক্ষার হলে এ ঘটনা ঘটেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৭টি সেলাই দেন। অভিযুক্ত ওই শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানটির দশম শ্রেণির। সে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার।

জানা গেছে, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের মূল ক্যাম্পাসে দশম শ্রেণির পরীক্ষার হলে ডিউটি করতে আসেন ভুক্তভোগী গণিত বিভাগের শিক্ষক মো. শুকুর আলম। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির ডে শিফটে কর্মরত আছেন। পরে এক শিক্ষার্থী তার দিকে বোতল ছুঁড়ে মারে। এতে তার মাথা ফেটে যায় এবং হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ওই শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা চলছেন বলে অভিভাবক আমাদের জানিয়েছেন। তার অবস্থা এত গুরুতর অভিভাবক আগে থেকে জানালে তাকে আলাদা কক্ষে পরীক্ষা নিতাম। অভিযুক্ত শিক্ষার্থীর ব্যাপারে কী করা যায়, তা আলোচনা করা হবে।’

তিনি বলেন, ‘মূল ঘটনা হলো বাচ্চাটি যেহেতু মানসিকভাবে অসুস্থ, তাকে কেউ কিছু বললেই ক্ষেপে যায়। আজ পরীক্ষার হলে কোনো কারণে বিরক্তবোধ করে নিজ বেঞ্চ পরিবর্তন করে ওই শিক্ষার্থী। পরে ভুক্তভোগী শিক্ষক হলে আসার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থী জানালে অভিযুক্ত শিক্ষার্থী ক্ষেপে গিয়ে বোতল ছুড়ে মারে। এতে ওই শিক্ষকের মাথা ফেটে যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে বর্তমানে বাসায় রয়েছেন তিনি।’

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, ‘সিনিয়র শিক্ষক মো. শুকুর আলমের ওপর জঘন্যতম হামলার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’