শেরপুর সরকারি কলেজে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ
- ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬
শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রউফ। জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা সাধারণ বাটন ফোন বহন করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসে এসব কথা বলেছেন তিনি।
অধ্যক্ষ আবদুর রউফ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে মনোযোগী হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে। আমরা চাই শিক্ষার্থীরা প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করে তাদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি করুক।
কলেজ প্রশাসন জানিয়েছে, স্মার্টফোন বহন বা ব্যবহার নিয়মিত হলে তা জব্দ করা হবে, কিন্তু জরুরি যোগাযোগের জন্য বাটন ফোন ব্যবহার অনুমোদিত। এটি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মনোযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নেওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। শেরপুর সরকারি কলেজের এই উদ্যোগ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীরা আরও তথ্যের জন্য কলেজ প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।