এমিতে আলো ছড়ালো ‘অ্যাডোলেন্স’, ‘দ্য স্টুডিও’এবং ‘দ্য পিট’

এমিতে পুরস্কারজয়ী অভিনয়শিল্পীরা
এমিতে পুরস্কারজয়ী অভিনয়শিল্পীরা © সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটার আজ রাতভর ছিল তারকা-জমজমাট আলো ও উদযাপনের। ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের আসরে দেখা গেল সিনেমা ও টেলিভিশনের উজ্জ্বল প্রতিভার মহাযজ্ঞ। সঞ্চালনা করেছিলেন নেট বারগেৎজি। মনোনয়নের দিক থেকে সবচেয়ে আলোচিত ছিল সাই-ফাই ড্রামা সিরিজ ‘সেভারেন্স’, যা ২৭টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। কিন্তু আসরের রাতের সবচেয়ে বড় চমক হয়ে উঠেছে নেটফ্লিক্সের ‘অ্যাডোলেন্স’, জিতে নিয়েছে গুরুত্বপূর্ণ ছয়টি পুরস্কার। কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’ সর্বোচ্চ ১৩টি পুরস্কার ঘরে তুলেছে, যা রাতের আড্ডা এবং উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

পুরস্কার তালিকা:

ড্রামা সিরিজ: ‘দ্য পিট’
কমেডি সিরিজ: ‘দ্য স্টুডিও’
লিমিটেড/অ্যানথোলজি সিরিজ: ‘অ্যাডোলেন্স’

অভিনেতা ও অভিনেত্রী:

ড্রামা সিরিজ (অভিনেতা): নোয়া হয়াইল, ‘দ্য পিট’
কমেডি সিরিজ (অভিনেতা): সেঠ রোগেন, ‘দ্য স্টুডিও’
লিমিটেড/অ্যানথোলজি সিরিজ (অভিনেতা): স্টিফেন গ্রাহাম, ‘অ্যাডোলেন্স’
ড্রামা সিরিজ (অভিনেত্রী): ব্রিট লোয়ার, ‘সেভারেন্স’
কমেডি সিরিজ (অভিনেত্রী): জিন স্মার্ট, ‘হ্যাকস’
লিমিটেড সিরিজ/মুভি (অভিনেত্রী): ক্রিস্টিন মিলিওতি, ‘দ্য পেঙ্গুইন’

পরিচালক:

ড্রামা সিরিজ: অ্যাডাম র‍্যানডাল, ‘স্লো হর্সেস’ (‘হ্যালো গুডবাই’)
কমেডি সিরিজ: সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ, ‘দ্য স্টুডিও’ (‘দ্য অনার’)
লিমিটেড সিরিজ: ফিলিপ বারান্তিনি, ‘অ্যাডোলেন্স’