জাতীয় বিশ্ববিদ্যালয়

লিখিত উত্তরপত্রের বিষয়ে নির্দেশনা না মানলে কেন্দ্র প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত পরীক্ষা © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার জন্য সতর্কতামূলক নির্দেশা জারি করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা গ্রহণ শেষে উত্তরপত্র বান্ডেল প্রস্তুত করার সময় এসব নিয়ম সতর্কতার সঙ্গে পালন করার জন্য অনুরোধ করা হয়েছে। এসব নির্দেশনা না মানলে কেন্দ্র প্রধানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত সতর্কতামূলক নির্দেশাবলিতে বলা হয়েছে, লিখিত উত্তরপত্র পরীক্ষণের সময় পরীক্ষকরা উত্তরপত্রের বান্ডেল লেভেলে বিষয় বা কোর্স কোড দেখে উত্তরপত্র গ্রহণ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, বান্ডেল লেভেলের বিষয় বা কোর্স কোডের সাথে বান্ডেলের ভিতরের উত্তরপত্রের বিষয় বাকোর্স কোডের মিল থাকে না। ফলে পরীক্ষককে উত্তরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফেরৎ পাঠাতে হয়। 

এতে উত্তরপত্র পরীক্ষণ বিলম্বিত হয় এবং ফলাফল প্রকাশে বিঘ্ন ঘটে। এজন্য উত্তরপত্রের বান্ডেল তৈরির সময় বিষয় কোড অনুযায়ী উত্তরপত্র এবং বান্ডেল লেভেল দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হবার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করতে হবে। লিখিত উত্তরপত্র বান্ডেল বা প্যাকিংয়ের সময় বিষয় ভিত্তিক কোর্স কোড অনুযায়ী আলাদা করতে হবে, কোনভাবেই এক কোর্স কোডের উত্তরপত্র অন্য কোন কোর্স কোডের উত্তরপত্রের সঙ্গে দেয়া যাবে না। 

এ ধরনের ভুলের জন্য কেন্দ্রের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন উল্লেখ করে বলা হয়েছে, লিখিত উত্তরপত্রের বান্ডেল তৈরিতে ভুল পাওয়া গেলে কেন্দ্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত কোন প্রকার টপশীট উত্তরপত্রের সঙ্গে অথবা বান্ডেল বা প্যাকেটের ভেতর রাখা যাবে না। রোল নম্বরের ক্রমানুসারে গ্রুপ বা বিভাগ অনুযায়ী পরীক্ষার্থীদের হাজিরাপত্র (স্বাক্ষর লিপি) প্রস্তুত করে গ্রুপ বা বিভাগ অনুযায়ী কভার পৃষ্ঠা লাগিয়ে আলাদা আলাদাভাবে বাঁধাই করে পাঠাতে হবে এবং বাঁধাইকৃত কভার পৃষ্ঠায় ডিগ্রি (পাস) কোর্সের নাম, কেন্দ্রের নাম ও কেন্দ্র কোড লিখতে হবে। 

আরও পড়ুন: আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের রিলিজ স্লিপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

হাজিরা পত্রসমূহের মূল কপি সংশ্লিষ্ট দপ্তরে (ডিগ্রি-পাস ও সার্টিফিকেট কোর্স শাখায়) জমা দিতে হবে এবং ফটোকপি সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রকে সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য যে, কোন অবস্থাতেই এক গ্রুপ বা বিভাগের হাজিরাপত্র অন্য গ্রুপ বা বিভাগের হাজিরাপত্র একত্রে বাঁধাই করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের হাজিরাপত্র ছাড়া পরীক্ষার ফলাফল প্রণয়নের কাজ দারুণভাবে বিঘ্নিত হয়, সেহেতু নির্ধারিত সময়ের ৭ দিনের মধ্যেই সংশ্লিষ্ট দপ্তর, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স সংশ্লিষ্ট শাখায় হাজিরাপত্র জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। উল্লিখিত বিষয়ে পরীক্ষা গ্রহণ শেষে উত্তরপত্র বান্ডেল বা প্যাকিংয়ের কাজে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা প্রদানের জন্যও অনুরোধ করা হয়েছে।