বরগুনায় বাথরুম পরিষ্কার না করায় স্কুলছাত্রীকে পিটিয়ে জখম
- ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩
বরগুনায় স্কুলের বাথরুম পরিষ্কার না করায় এক স্কুলছাত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে শহিদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার গাজী বিরুদ্ধে। এতে ওই শিক্ষার্থী গুরুতর জখম হয়েছে। ঘটনাটি ঘটে গত বুধবার (১০ সেপ্টেম্বর) সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়ায়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম নেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাথরুম পরিষ্কার করতে বলেন প্রধান শিক্ষক। শিক্ষার্থীরা অপারগতা প্রকাশ করলে তিনি তাদের ধরে এনে মারধর করেন। এর মধ্যে এক শিক্ষার্থীর শারীরিক অবস্থা গুরুতর হয়। বর্তমানে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতেও পারছে না।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা মাসুমা বেগম বলেন, ‘স্কুলের বাচ্চাদের বাথরুম পরিষ্কার করতে বলেছিল, কিন্তু তারা না করে রাস্তার পাশে লুকিয়ে ছিল। পরে এক শিক্ষক দেখে হেড স্যারকে জানান। এরপর হেড স্যার সবাইকে পেটান। তবে আমার মেয়েকেই সবচেয়ে বেশি মারধর করা হয়। স্কুল ছুটির পর মেয়ের অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি, সঙ্গে সঙ্গেই ইউএনও অফিসে গিয়ে অভিযোগ করেছি।‘
ভুক্তভোগী শিক্ষার্থীও অভিযোগ করে বলেন, ‘আমরা বাথরুম পরিষ্কার না করে বাইরে লুকিয়ে ছিলাম। পরে স্যার ধরে এনে সবাইকে পেটায়। কিন্তু আমাকেই বেশি মেরেছে। এখন আমি ঠিকমতো হাঁটতেও পারছি না।‘
অভিযুক্ত প্রধান শিক্ষক হায়দার গাজী পেটানোর বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি শুধু তাকে নয়, ৪র্থ ও ৫ম শ্রেণির কয়েকজনকেও সামান্য শাসন করেছি। তারা ক্লাসে দুষ্টুমি করছিল, ঠিকমতো পড়াশোনা করছিল না।‘
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা জেরীনা আকতার জানান, ‘শাসনের নামে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।‘