মোবাইলে যেভাবে দেখবেন ভারত-পাকিস্তান মহারণ

ভারত-পাকিস্তান মহারণ
ভারত-পাকিস্তান মহারণ © সংগৃহীত

গত মে মাসে পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে সামরিক সংঘাতে জড়ানোর পর এশিয়া কাপে আজ (১৪ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে সেই সাময়িক যুদ্ধের রেশ ক্রিকেট মাঠেও প্রভাব ফেলে।

গত জুলাইয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপ লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামেনি ভারত। এতে পরিত্যক্ত হয় ম্যাচটি। তাই এশিয়া কাপের এবারের আসরে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকায় এই ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। তবে নানান জল্পনা-কল্পনা শেষে মাঠে গড়াচ্ছে হাইভোল্টেজ এই ম্যাচটি।

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্য কিছু। অবশ্য, মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া দুটি দলই। দুই দলেরই নজর এই ম্যাচ জিতে সুপার ফোরে এক ধাপ এগিয়ে যাওয়া। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে সহজ জয়ে দুই দলই বেশ উজ্জীবিত। সংযুক্ত আরব আমিরাতকে ৫৭ রানে গুটিয়ে মাত্র ৪ দশমিক ৩ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। অন্যদিকে প্রথম ম্যাচে পাকিস্তানও ওমানকে ৯৩ রানের বড় ব্যবধানে হারায়।

এদিকে মহাদেশীয় কিংবা বৈশ্বিক টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের লাইভ ম্যাচ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলেই এই মহারণ দেখা যাবে। স্পোর্টসভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে দেখা যাবে ম্যাচটি। মোবাইল ও অনলাইনে টফি অ্যাপ এবং ট্যাপম্যাড অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে। এছাড়া স্পোর্টস জেডএফওয়াই, এইচডি স্ক্রিনেও সরাসরি দেখা যাবে ম্যাচটি।