যমুনা ঘেরাওয়ে রাশেদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রাশেদ খাঁন
রাশেদ খাঁন © সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেলে নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আলটিমেটাম দেন।

রাশেদ খাঁন বলেন, নুরের নাকের ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এছাড়া, মাথা ও মাড়িতে আঘাত রয়েছে। চিকিৎসক আরও কিছুদিন হাসপাতালে থাকতে বলেছেন। তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইছেন না; দেশে চিকিৎসা নিতে চান। তবে তাকে বিদেশে না নিতে প্রধান উপদেষ্টার ওপর কোনো চাপ আছে কি না তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন রাশেদ। 

নুরের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ও ভিডিও থাকার পরেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা সন্দিহান যে, তাদের গ্রেপ্তার করা হবে কি-না। তদন্ত কমিটি গঠন করা হলেও আমাদের কাছে তদন্ত করতে এখনো আসেনি।

এ সময় তিনি আরও বলেন, যারা অন্যায় করেছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় না আনলে আমরা যমুনা ও সচিবালয় ঘেয়াও করবো। আর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।