অন্তর্বর্তীকালীন সরকার নুরের চিকিৎসা নিয়ে গড়িমসি করছে: রাশেদ খান

 রাশেদ খান
রাশেদ খান © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নুরের চিকিৎসা নিয়ে গড়িমসি করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা করেছিলেন যে নুরের চিকিৎসা বিদেশে নেওয়া হবে, তবে তা বাস্তবায়িত হচ্ছে না।প্রধান উপদেষ্টার ওপর কোন মহল থেকে চাপ আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নুরের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, লন্ডন বা জার্মানি এর মতো উন্নত চিকিৎসা সুবিধা নেওয়ার ব্যবস্থা করা হোক।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে রাশেদ খান জানান, নুরের চিকিৎসা সম্পূর্ণ না হওয়ায় আজও তার রিলিজ নেওয়া যায়নি। এসময় তিনি বলেন, নরুল হক নুরের উপর হামলার ফলে তার হাতে আঙ্গুল ভাঙা, চোয়াল ভাঙা এবং মাথায় আঘাত হয়েছে। তিনি এখনো শক্ত কোন খাবার খেতে পারছেন না।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান জানান, নুরের আজ রিলিজ নেওয়ার কথা ছিল, তবে রাতের কোন জটিলতার কারণে হাসপাতালেই তাকে থাকতে হয়েছে। তিনি বলেন, নুরের ন্যাসাল বোন ফ্রাকচারে জটিলতা দেখা দিয়েছে।

রাশেদ খান ও ফারুক হাসান আরও অভিযোগ করেন, নুরের ওপর হামলার সময় সেনাবাহিনী ও পুলিশের কিছু সদস্য তার ওপর হামলা চালায় এবং তা মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তবে ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও কেউ গ্রেপ্তার হয়নি। গ্ণমাধ্যমের পর্যাপ্ত ভিডিও ফুটেজ থাকা সত্বেও সরকার একটি তদন্ত  কমিটি গঠন করে সেই কমিটির কার্য দিবস ৩০ দিন দেয়। তখন  এই হামলার বিচার করতে সরকার কতটুকু আগ্রহি বা সদিচ্ছা আছে  কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, হামলার ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে রাজপথে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।

উল্লেখ্য জাতীয় পার্টি নিষেদ্ধের দাবিতে আন্দোলন করার সময় ব্যাপক মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নরুল হক নুর ও তার দলের নেতাকর্মীরা।