১৮তম নিবন্ধনে উত্তীর্ণ বঞ্চিতদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি চেয়ে শাহবাগে মহাসমাবেশ
- ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৩
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) শাহবাগের ৩৬ জুলাই চত্বরে মহসমাবেশ করছেন।
সমাবেশে উপস্থিতরা দাবি করেন, ৩১ ডিসেম্বর, ২০২৫ সালের মধ্যে শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। এছাড়া তারা নীতিমালা পরিবর্তনের আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে মোট ১৬ হাজার ২১৩ জনকে নিয়োগ দেওয়ার কথা পুনর্বার নিশ্চিত করার আহ্বান জানায়।
আরও পড়ুন: চাকসুর ভোটও ডাকসুর আদলে, ভোটার বাড়ল দেড় হাজার
সমাবেশে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের অপেক্ষা ও প্রাপ্য অধিকার বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।’