হাইকোর্টে জামিন চেয়ে আবেদন কলিমুল্লাহর

অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ
অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ © সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় গ্রেপ্তার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) এটি বিচারকের বেঞ্চ—বিচারপতি মহিউদ্দিন শামীম ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী—এর কার্যতালিকায় রয়েছে।

অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে আগেই রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ৬ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গ্রেপ্তার করে। পরে ৫ দিনের রিমাণ্ডে নেওয়া হয়। ৪ সেপ্টেম্বর মহানগর বিশেষ জজ আদালত তার জামিন নামঞ্জুর করেন, এরপর হাইকোর্টে আবেদন করা হয়েছে।

মামলা অনুসারে, ৬ জুন ২০২৫ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ ও এ কে এম নূর-উন-নবীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়। অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের আওতায় শেখ হাসিনা ছাত্রী হল এবং ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণে প্রায় ৪ কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটেছে।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আবদুস সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন। এর আগে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত অধ্যাপক এ কে এম নূর-উন-নবী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।