মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০

মোহাম্মদপুরে ডিএমপির অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
মোহাম্মদপুরে ডিএমপির অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ © ডিএমপি

রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. দুলাল মিয়া (২৭), গোলাম রাব্বি ওরফে বাপ্পি (১৯), মো. শাকিল হাওলাদার (২৫), মো. বাপ্পি (৩০), মো. হৃদয় হোসেন (৩০), মো. বিজয় (১৮), মো. ইজাজুল হোসেন (১৮), মো. কামাল হোসেন (৩২), মো. বাবু ওরফে ছোট বাবু (৩০) ও মো. সুমন (৩২)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, দস্যুতা মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অন্যান্য অপরাধী রয়েছেন। 

তালেবুর রহমান বলেন, মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি সামুরাই উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।