সোমবার ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ
- ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪২
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও সকলের সহযোগিতায় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার এক মাস ২৩ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে। সেশনজট নিরসনের জন্যই আমরা দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করছি।
জানা গেছে, গত ২৫মে সারাদেশে অনার্স মাদরাসাগুলোতে একই সাথে লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৩ জুন শেষ হয় এবং ২৩ জুলাই মৌখিক পরীক্ষা শেষ হয়। এ বছর ফাজিল অনার্স পরীক্ষায় প্রায় ১২ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।