নবীনগরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ব্রাক্ষ্মণবাড়িয়ায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়
ব্রাক্ষ্মণবাড়িয়ায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয় © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফখরুল উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৪৫ মিনিটে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় স্থানীয় আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার কাছ থেকে ১৫টি বল্লম, ৫টি টেঁটা ও দুটি রামদা উদ্ধার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম জানান, আটককৃত ফখরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।