প্রেমের টানে বাংলাদেশে, ৭ দিন পর পতাকা বৈঠকে ফিরলেন তরুণী

শনিবার বুড়িমারী স্থলবন্দরে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত হয়
শনিবার বুড়িমারী স্থলবন্দরে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত হয় © টিডিসি

লালমনিরহাটের পাটগ্রামে প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় তরুণী রিয়া মনি (রিংকি) প্রতারণার শিকার হয়ে সাত দিন পর নিজ দেশে ফিরলেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বুড়িমারী স্থলবন্দরে বিজিবি–বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের হাতে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া মনি ময়নাগুড়ি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ফেসবুকে লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার থানাপাড়ার রবি নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। দেড় বছরের প্রেমের টানে গত ৬ সেপ্টেম্বর রবি ও কিছু দালালের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসেন তিনি।

কিন্তু বাংলাদেশে প্রবেশের পর রবি তাকে ফেলে পালিয়ে যান এবং বিয়েতে অস্বীকৃতি জানান। নিরুপায় রিয়া মনি আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নেন।

প্রেমিকা রিয়া মনি বলেন, ‘রবির সঙ্গে ফেসবুকে পরিচয়, তারপর মন দেওয়া-নেওয়া। সে আমাকে বাংলাদেশে ডেকে আনে, কিন্তু পরে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। আমাকে প্রতারণার ফাঁদে ফেলে পাচারের উদ্দেশ্যেই এখানে আনা হয়েছিল। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান জানান, ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।