নির্মম গণরুম-গেস্টরুম কালচারে শিক্ষার্থীদের মন জয় সম্ভব নয়: জাবি অধ্যাপক
- ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সিকদার মো. জুলকারনাইন। তিনি লিখেছেন, জাকসুকে সফল করতে একজন শিক্ষক নিজের জীবন উৎসর্গ করেছেন। তাই শিক্ষার্থীদের এই আস্থা ও আমানত সুরক্ষিত রাখা এখন সবার দায়িত্ব।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের মতামত তুলে ধরেন অধ্যাপক ড. সিকদার মো. জুলকারনাইন। তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তাদের কাজ যেন যথাযথভাবে সম্পন্ন হয়, সেটি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছু সমস্যা মেনে নিয়ে হলেও জয়-পরাজয় গ্রহণ করার শিক্ষা নিতে হবে।
অধ্যাপক জুলকারনাইন আরও লিখেছেন, দীর্ঘদিন জাকসু নির্বাচন না হওয়ায় এবার সেটিকে ঘিরে উত্তেজনা ও হৈচৈ দেখা দিয়েছে। তিনি মনে করেন, যদি প্রতি বছর নিয়মিতভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে যোগ্য নেতৃত্ব তৈরি হবে, শিক্ষার্থীদের আস্থা অর্জন করা সহজ হবে।
তিনি বলেন, “নির্মম গণরুম কালচার, গেস্টরুম কালচার দিয়ে শিক্ষার্থীদের মন জয় সম্ভব নয়। যারা এটা বুঝবে, তারাই এগিয়ে যাবে।”
পোস্টের শেষাংশে তিনি প্রয়াত সহকর্মী সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার জন্য দোয়া প্রার্থনা করেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময়ই মারা যান তিনি। অধ্যাপক জুলকারনাইন লিখেছেন, “আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন। আমিন।”