হেলিকপ্টারে নববধূ এনে বাবার স্বপ্ন পূরণ মাহবুবের
- ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩
মানিকগঞ্জের সিংগাইরে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন দেখলো গ্রামবাসী। ছেলে ছোট থাকতেই বাবার স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে বউ তুলে এনে বিয়ে করাবেন। বাবার সেই স্বপ্ন বাস্তবায়ন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মাহবুব আলম নামে এক যুবক।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোবিন্দল খেলার মাঠ থেকে হেলিকপ্টারে চেপে পাশের গ্রাম মধ্য সিংগাইর মহল্লায় কনে মিথিলার বাড়িতে পৌঁছান মাহবুব। মাত্র তিন কিলোমিটার পথ হলেও যেন স্বপ্নের পূর্ণতা ছিল এই মুহূর্তটি।
বরযাত্রীদের জন্য হায়েস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ মিছিল গ্রামজুড়ে সৃষ্টি করেছিল উৎসবমুখর পরিবেশ। পরে বিকেল ৫টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে আবারও সেই হেলিকপ্টারেই ফিরে আসেন বর মাহবুব।
গ্রামবাসীর জন্য এটি ছিল এক ঐতিহাসিক দৃশ্য। প্রথমবারের মতো কেউ হেলিকপ্টারে বিয়ে করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। শত শত মানুষ ক্যামেরা ও মোবাইল ফোনে বন্দি করেন সেই রোমাঞ্চকর মুহূর্ত।
এ বিষয়ে মাহবুব বলেন, বাবার স্বপ্ন ছিল আমাকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন, আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। সবার কাছে দোয়া চাই, যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।