জাকসু নির্বাচন
একদিকে শোক, অন্যদিকে চলছে ভোট গণনা
- জাবি প্রতিনিধি
- ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় জান্নাতুল ফেরদৌস (২৯) নামে এক শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন। নিহত জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্বপালন করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে শোকের মাঝেও নির্বাচন সংক্রান্ত কার্যক্রম থেমে নেই। ভোট গণনা ও ফল প্রকাশের কাজ চলমান রয়েছে। শোকাহত হৃদয় নিয়ে হলেও দায়িত্বপ্রাপ্তরা তাঁদের দায়িত্ব পালন করছেন এবং ফলাফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করছেন।
শোক জানিয়ে জাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী আনজুমান আরা বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। আমরা দেখেছি, ডাকসুর ফলাফল রাতের মধ্যেই ঘোষণা করা হয়েছিল, কিন্তু জাকসু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে—এখনো তারা তা শেষ করতে পারেনি। তিনি আরো বলেন, শেষ পর্যন্ত আমরা সবাই মানুষ; কোনো বিশ্রাম ছাড়া এত দীর্ঘ সময় কাজ করা অসম্ভব। ম্যাম গতকাল সারাদিন প্রীতিলতা হলে দায়িত্বে ছিলেন। তিনি সুস্থই ছিলেন। আমরা জানি না, এই অকালমৃত্যুর জন্য কাকে দায়ী করব।‘
পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন রুনু বলেন, আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। ৩৩ বছর পর জাকসু ফিরেছে, কিন্তু নির্বাচন কমিশনের বড় ধরনের অব্যবস্থাপনা সামনে এসেছে। কী ভিত্তিতে তারা হঠাৎ করে হাতে গোনা ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছে, আমরা জানি না। তিনি আরো বলেন, দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যু সরাসরি কমিশনের অদক্ষতা ও গাফিলতির দিকেই ইঙ্গিত করে। চারুকলা বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আশা করি, ভবিষ্যতে তারা সব অনিয়মের বিরুদ্ধে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলমের বরাতে জানা যায়, রাতে সবাই ক্লান্ত এবং পোলিং এজেন্ট না থাকায় সব হলের ভোট গণনার কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই অন্য সহকর্মীদের সঙ্গে তিনিও বিশ্ববিদ্যালয়ে আসেন। কিন্তু সিনেট হলের দরজায় এসে সে পড়ে যান। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।