ডাকসু নেত্রীর ভুয়া ছবি প্রকাশ করা ঢাবি ছাত্রের শাস্তি দাবি সোচ্চারের
- ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫২
ডাকসুর নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনীম জুমার কুরুচিপূর্ণ ছবি প্রকাশের ঘটনায় ঢাবি শিক্ষার্থী প্রিয়ম সাধু পল্লবের শাস্তি দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির ঢাবি চ্যাপ্টারের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী প্রিয়ম সাধু পল্লব ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।
সোচ্চারের বিবৃতিতে বলা হয, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৭০তম ব্যাচের শিক্ষার্থী প্রিয়ম সাধু পল্লব গত ৮ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে বিভাগীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘নিরঙ্কুশ’-এ একটি সম্পাদিত ছবি সম্বলিত গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ার করে। ওই ছবিতে ডাকসুর নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে উদ্দেশ্য করে ঘৃণ্য, অশ্লীল ও অপমানজনক শিরোনাম দেওয়া হয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এমন ঘৃণ্য কর্মকাণ্ড কেবলমাত্র একজন নবনির্বাচিত নারী নেত্রীকেই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রীকেই হেয় প্রতিপন্ন করে। এটি নারী বিদ্বেষী, উদ্দেশ্যপ্রণোদিত এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আমরা সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি।’
সোচ্চারের বিবৃতিতে প্রিয়মের বহিষ্কারসহ তিন দফা দাবি জানানো হয়। এগুলো হলো:
১. অভিযুক্ত শিক্ষার্থীকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে কার্যকর নীতি প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীরা আর কখনো এমন হয়রানির শিকার না হয়।
৩. সকল ছাত্র-ছাত্রী এবং গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সংগঠনসমূহকে ঐক্যবদ্ধভাবে এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবেই নারী বিদ্বেষ, অশ্লীলতা এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না’; যোগ করা হয় সোচ্চারের বিবৃতিতে।