ডাকসুতে জয়ী সাতক্ষীরার ছয় শিক্ষার্থীর
- ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদ নির্বাচনে সাতক্ষীরার ছয় শিক্ষার্থী নানা পদে জয় লাভ করেছেন। ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে কার্যকরী সদস্য পর্যন্ত বিভিন্ন পদে নির্বাচিত হয়ে তারা শুধু ব্যক্তিগত গৌরবই নয়, পুরো জেলার জন্যও বয়ে এনেছেন সাফল্যের আনন্দ।
কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের আহসান হাবীব ইমরোজ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ৭৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
তালা উপজেলার খেশরা ইউনিয়নের দলুয়া গ্রামের দীপিকা সানা শামসুন্নাহার হল সংসদে কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন। তিনি আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। একই উপজেলার রহিমাবাদ গ্রামের তাসনিম রুবায়েত শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের আল মামুন সলিমুল্লাহ মুসলিম হল সংসদে সাহিত্য সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি হোসেন আলী গাজীর ছেলে।
কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থী ইমরান হোসেন বিজয় একাত্তর হলে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
অন্যদিকে দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী খাদিজা পারভীন রোকেয়া হল সংসদে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি এক হাজার ৪০০-র বেশি ভোট পেয়ে প্রথম হয়েছেন।
ডাকসুর এ নির্বাচনে সাতক্ষীরার শিক্ষার্থীদের সাফল্যে তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইছে। স্থানীয়দের ভাষ্য, এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, জেলার জন্যও গর্বের। তরুণ প্রজন্মের এই সাফল্য নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাবে, তাদের রাজনৈতিক চর্চা ও নেতৃত্বের প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেছেন তাদের পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।