বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরের দিঘিরপাড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিন ইউয়েন গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ কর্মসূচি শুরু হয়।
শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, শিন ইউয়েন গার্মেন্টসের আগস্ট মাসের বেতন বুধবার দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে সকালে প্রায় ১৫০ থেকে ২০০ শ্রমিক মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, তাদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বেতন দেওয়া হয়নি, উপরন্তু মালিকের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যেই বকেয়া পরিশোধ করতে হবে, না হলে আন্দোলন চালিয়ে যাবেন।
আরও পড়ুন: আগের কর্মবিরতির সিদ্ধান্ত স্থগিত, নতুন কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, একটি কারখানার শ্রমিকরা বেতন না পাওয়ায় বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে।
এ বিষয়ে মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও কথা বলতে রাজি হননি।