জয়ের পর সর্বকে ফরহাদের প্রথম উপদেশ—‘আরও নম্রতার সঙ্গে ডিল করতে হবে’

ফরহাদ ও সর্ব মিত্র
ফরহাদ ও সর্ব মিত্র © টিডিসি ফোটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের সর্ব মিত্র চাকমা। নির্বাচনে বিজয়ের পর সিনেট ভবন থেকে বের হওয়ার সময় সদ্য নির্বাচিত জিএস এস এম ফরহাদ তাকে কিছু উপদেশ দেন। বিষয়টি নিজের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন সর্ব মিত্র।

বুধবার (১০ আগস্ট) দুপুরে ফেসবুকে পোস্টে তিনি বলেন, ‘সিনেট থেকে বের হয়ে ফরহাদ ভাইয়ের প্রথম উপদেশ, ‘এতদিন তোমার পেছনে যারা লেগে ছিল, সে সব এখন অতীত। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। আরো নম্রতার সাথে সবকিছু ডিল করতে হবে।

আপনাদের ভালোবাসা-দোয়া-আশীর্বাদ আমাকে বিচলিত হতে দেয়নি এক মুহূর্তের জন্য, কখনো ভাবনায় আসেনি ‘ভুল করেছি কিনা!’ আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। বিশেষ কারণে কেউ হিংসা-বিদ্বেষ লালন করতে চাইলে ক্ষতি নেই। তবে আমাদের অধিকার আদায়ে আপনাদের সহযোগিতা কামনা করি। দল-মত ভুলে একসাথে আপনাদের সাথে কাজ করতে চাই। 

ডাকসুতে নির্বাচিত হওয়াটা আমার কাছে চেয়ার বা পদ বা ক্ষমতা নয়, এটা একটা বিরাট দায়িত্ব। হাজারটা প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণটা যেভাবেই হোক মেলাতেই হবে। স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার দায়িত্ব অর্পণ করেছেন, আমি আপনাদের নিরাশ করব না। আমাদের সংগ্রাম জারি থাকবে। আপনাদের সর্ব।’