কত ভোট পেলেন জিএস প্রার্থী আশিক
- ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫
এবারের ডাকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে শুরু থেকেই আলোচনায় ছিলেন জিএস পদপ্রার্থী মো. আশিকুর রহমান। ‘ডাকসুতে দাঁড়াইছে সবাই, বসে আছে একজনই’– ফেসবুকে এমন ট্যাগ লাইন দিয়ে প্রচার করে আলোচনায় আসেন তিনি।
বাধ্যতামূলক ক্লাসের বিপরীতে নিজের অবস্থান জানিয়ে তিনি যেন অনেক শিক্ষার্থীরই মন জয় করে নেন। তবে প্রথাগত প্রচারণার বাইরে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারলেও ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটেনি।
জিএস পদে আশিকুর রহমান মাত্র ৫২৬ ভোট পেয়েছেন। এটি বিজয়ী প্রার্থী এস এম ফরহাদের প্রাপ্ত ভোটের ২০ ভাগের ১ ভাগ মাত্র। ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জিএস পদে জয়ী হয়েছেন।
তবে হেরে গেলেও দমে যাননি আশিক। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, সুযোগ থাকলে ইনশাআল্লাহ পরের বছর আরও শক্তিশালী রূপে আবার দেখা হবে। আপাতত পড়ালেখায় মনোনিবেশ করি।
তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, লিফলেট পোস্টার ছাড়া, জিরো ইনভেস্টমেন্টে এত এত হেভিওয়েট দের ভিড়ে তাও আবার জিএস পদে হঠাৎ দাড়িয়ে এই পজিশনে আসা কোনমতেই আমার কাছে কম কিছু নয়। অনেক প্যানেলের প্রার্থী দের থেকেও বেশি ভোট পেয়েছি। তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আর যারা এত কিছুর পরেও আমার উপর ভরসা রেখে আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এটাই আমার ম্যান্ডেট।