হল সংসদে পেয়েছিলেন ১০৭৬ ভোট, ডাকসুতে কত পেলেন ইমি?

শেখ তাসনিম আফরোজ ইমি
শেখ তাসনিম আফরোজ ইমি © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪৯৪৯ ভোট পেয়েছেন প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু। একই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থিতা করে শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট। প্যানেলের জিএস প্রার্থীর তুলনায় ভিপি প্রার্থীর ভরাডুবি নিয়ে চলছে নানা আলোচনা।

তাসনিম আফরোজ ইমি ২০১৯ সালেও নির্বাচন করেছিলেন। ওই বছর শামসুন্নাহার হল সংসদেও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ীও হন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার প্রতিরোধ পর্ষদ থেকে নির্বাচন করা তাসনিম আফরোজ ইমি ওই বছর স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন। ওই সময়ে মোট ১০৭৬ ভোট পেয়েছিলেন ইমি। এমনকি ভিপি, জিএস, এজিএসসহ ১৩টি পদের ৮টিতে প্রার্থী দিয়ে ৮টিতেই জয় পায় তার প্যানেল।