ডাকসুতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে জয় পেলেন যারা

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত শীর্ষ তিন
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত শীর্ষ তিন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের, ভিপি জিএস ও এজিএস প্রার্থী। একই সাথে জয় পেয়েছেন জোটের সিংহভাগ প্রার্থীই। ছাত্রশিবির সমর্থিত প্যানেলটির ভিপি প্রার্থী সাদিক কায়েম ১৪০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫৭০৮ ভোট। জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০৭৯৪। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম। তিনি পেয়েছেন ৫২৮৩ ভোট।

এজিএস পদে ১১৭৭২ ভোটে জয় পেয়েছেন মুহা. মহিউদ্দীন খান। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন ৫০৬৪ ভোট। অন্যান্য পদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা ১০৬৩১, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. ইকবাল হায়দার ৭৮৩৩, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা ৯৯২০, আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসীম ৯৭০৬, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন ৭২৫৫ ভোট পেয়ে জয় পেয়েছেন।

এ ছাড়া ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. আসিফ আব্দুল্লাহ ৯০৬১, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম ৯৩৪৪, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ৭০৩৮, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া ১১৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্যদের মধ্যে সাবিকুন্নাহার তামান্না সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যান্য সদস্যদের মধ্যে সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র চাকমা, রায়হান উদ্দিন, ইমরান হোসাইন, আফসানা আক্তার, তাজিনুর রহমান, আনাস ইবনে মুনির, মো. রাইসুল ইসলাম, ইমরান হোসাইন, মো. শাহিনুর রহমান ও মো. মিফতাহুল হোসেন আল মারুফ নির্বাচিত হয়েছেন।

সম্পাদক পদের মধ্যে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদ তিনটিতে জয় পায়নি শিবির। এসব পদে জয়ী হয়েছেন যথাক্রমে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের ও সানজিদা আহমেদ তন্বী।