নিজ কেন্দ্রে কত ভোট পেলেন আবিদ-সাদিক?

আবিদুল ইসলাম খান ও আবু সাদিক কায়েম
আবিদুল ইসলাম খান ও আবু সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান এবং ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ভোট দিয়েছেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এ কেন্দ্রে সাদিক কায়েম ৬৪৭ ভোট পেয়ে বিজয় অর্জন করেন এবং ছাত্রদল নেতা আবিদুল ইসলাম ১৮৭ ভোট পেয়ে নিকটতম অবস্থানে ছিলেন।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে হলের কেন্দ্র প্রধান ফলাফল ঘোষণা করেন।

এদিকে মোট ১০ কেন্দ্রে ফলাফল প্রকাশ করা হয়। হলগুলো হল- শহীদুল্লাহ হল, শামসুন নাহার হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, জিয়া হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, এসএম হল এবং জগন্নাথ হল, রোকেয়া হল। সবগুলো হলেই ভিপি পদে এগিয়ে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তার মোট ভোট ১২ হাজার ১০৬।

সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম। তার মোট ভোট ৪ হাজার ৯১৫। এর পরের অবস্থানেই আছেন উমামা ফাতেমা।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।