জগন্নাথ হলে আবিদ-মেঘের ভূমিধস জয়, প্রায় ভোটহীন শিবির প্যানেল

জগন্নাথ হল
জগন্নাথ হল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দশটি হলের ফল ঘোষণা করা হয়েছে। প্রকাশ করা হলগুলোর ছাত্রশিবিরের প্যানেলের ভিপি-জিএস সবচেয়ে কম ভোট পায়। এ কেন্দ্রগুলোর মধ্যে দেখা যায় ছাত্রদলের আবিদুল ইসলাম ভোট পায় ১২৭৬ তার নিকটতম প্রার্থী উমামা ২৮৭ এবং ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ১০।

এছাড়াও জিএস পদে মেঘমল্লার ১১৭০, ছাত্রদলের হামিম ৩৯৮, ছাত্রশিবিরের ফরহাদ ৫ ভোট পেয়েছেন। 

মোট ঘোষণা করা ১০ হল হচ্ছে- শহীদুল্লাহ হল, শামসুন নাহার হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, জিয়া হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, এসএম হল এবং জগন্নাথ হল, রোকেয়া হল। সবগুলো হলেই ভিপি পদে এগিয়ে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তার মোট ভোট ৭ হাজার ৬৯৭।

সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম। তার মোট ভোট ৩ হাজার ৮০২। এর পরের অবস্থানেই আছেন উমামা ফাতেমা।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।