এসএ টোয়েন্টিতে দল পেলেন তাইজুল
- ১০ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৪
এসএ২০-এর নিলামে রীতিমত চমক দেখালেন তাইজুল ইসলাম। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিলামে দল পেলেন তিনি। তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এসএ২০-এ দল পেলেন। এতে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার সামনে তিনি।
তাইজুলকে দলে টেনেছে ডারবান সুপার জায়ান্টস। কেবল তারাই তাইজুলকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। ৫ লাখ র্যান্ডে (বাংলাদেশি টাকায় ৩৪ লাখ ৭১ হাজার) তাইজুলকে দলে টেনেছে ডারবান।
ডারবানের হয়ে খেললে সতীর্থ হিসেবে নুর আহমাদ, হেনরিখ ক্লাসেন, সুনিল নারিন, জস বাটলারের মতো বিশ্ব তারকাদের পাবেন তাইজুল। এছাড়া একই দলে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মারক্রাম খেলবেন। এ টুর্নামেন্টে কোনো ম্যাচ খেললে সেটিই হবে, তাইজুলের ক্যারিয়ারে বিদেশি লিগে অভিষেক।
তাইজুল ছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে এই নিলামে তোলা হয়েছিল। মার্কি সেটে ছিলেন দ্য ফিজ। তবে তাকে দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চ্য্যাইজিই।
দল পেলেও আদৌ খেলতে যেতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থাকছে তাইজুলের। এই টুর্নামেন্টের সূচি সরাসরি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সাংঘর্ষিক। ফলে, নিজ দেশের লিগ বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকায় হয়তো অভিজ্ঞ স্পিনারকে না-ও দেখা যেতে পারে।
আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে এসএটোয়েন্টির নতুন আসর। প্রায় এক মাসের টুর্নামেন্টের পর্দা নামবে ২৫ জানুয়ারি। একই সময়ে বিপিএলও আয়োজন করতে চায় বিসিবি। তাই সময়ের হাতেই থাকছে, তাইজুলের এসএটোয়েন্টি খেলার ভবিষ্যত।