মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বরের দাবিতে মানববন্ধন
- ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৭
মানিকগঞ্জ শহরকে বিভক্তকারী অপরিকল্পিত রোড ডিভাইডারের নকশা সংশোধন করে শহরের প্রবেশমুখে গোলচত্বরের দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় লোকজন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার।
এ সময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সেওতা, জয়রা, মানরা, নারাংগাই এলাকার কয়েকশ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিক উদ্দিন ভূইয়া হাবু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আরিফুল হক আরিফ, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খানসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও ব্যবসায়ীরা।