ঢাবি প্রোভিসির শাশুড়ির মৃত্যুতে সাদা দলের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের শাশুড়ি সৈয়দা আতিকা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাদা দল। একই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এসব তথ্য জানানো হয়।

এর আগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন সৈয়দা আতিকা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি পরিবারের সদস্য ছাড়াও অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সাদা দলের শোকবার্তায় বলা হয়, ‘মরহুমা সৈয়দা আতিকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক শোকবার্তায় বলেন, আমাদের সহকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের শাশুড়ি সৈয়দা আতিকা বেগমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এতে আরও বলা হয়, ‘একইসঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন মরহুমা আতিকা বেগমকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।’

জানা গেছে, আতিকা বেগমের  প্রথম নামাজে জানাজা বুধবার (১০ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর ঢাকা সিএমএইচ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভোর সাড়ে ৫ টায় সেগুনবাগিচায় নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।