ঢাবি প্রো-ভিসি ড. মামুন আহমেদের শ্বাশুড়ির ইন্তেকাল

ড. মামুন আহমেদ ও তার শ্বাশুড়ি সৈয়দা আতিকা বেগম
ড. মামুন আহমেদ ও তার শ্বাশুড়ি সৈয়দা আতিকা বেগম © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদের শ্বাশুড়ি সৈয়দা আতিকা বেগম (৭৮)  ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি  মৃত্যুবরণ করেন।  

জানা গেছে, তার  প্রথম নামাজে জানাজা বুধবার (১০ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর ঢাকা সিএমএইচ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে ভোর সাড়ে ৫ টায় সেগুনবাগিচায় নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের শাশুড়ি ইন্তেকাল  করেছেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।